কোথায় আছেন বলিউডের খুদে তারকারা!
বলিউডের সুপারহিট মুভিগুলোতে জনপ্রিয় তারকাদের পাশাপাশি বরাবরই অভিনয় করেছেন খুদে শিল্পীরা। নিজেদের অভিনয় দিয়ে দর্শকদের মনে দাগ কেটেছেন তাদের মধ্যে অনেকেই। বর্তমানে কেমন আছেন তারা? কোথায়ই বা আছেন?
ঝানাক শুক্লা
'কাল হো না হো'-র সেই ছোট্ট জিয়া কাপুর! তার আধো আধো কথায় মুগ্ধ ছিলেন শাহরুখ খানও। ২০০৩ সালের সেই ছবির ছোট্ট নায়িকা আজ আকজন তরুণী। চলতি বছর একটি সাক্ষাৎকারে অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানান তিনি।
অতিথ নায়েক
'কাল হো না হো' তেই প্রীতি জিন্তার ভাই শিব-এর চরিত্রে অভিনয় করেছিলেন অতিথ নায়েক। তবে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন বহু বছর আগেই। বর্তমানে ক্যামেরার পিছনে কাজ করছেন তিনি। ক্যামেরার নির্দেশনার পাশাপাশি নিজের ছবিও বানিয়েছেন অতিথ। তার বানানো ৩টি ছবি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।
অভিষেক শর্মা
'কাহো না পেয়ার হ্যায়' তে হৃতিক রোশনের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেন তিনি। সুপারহিট ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয়ের পর হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিষেক। 'মিলে যাব হাম তুম' ধারাবাহিকের জন্য ২০ কিলো ওজন কমিয়ে ফেলেছিলেন অভিষেক শর্মা।
মালভিকা রাজ
'কাভি খুশি কাভি গাম'-এ কারিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন মালভিকা রাজ। পেশায় মডেল সেই ছোট্ট পূজা ওরফে মালবিকা ফের অভিনয়ে ফিরছেন। জি-ফাইভের পর্দায় তাকে দেখা যাবে 'স্কোয়াড' ছবিতে।
কাভিশ মজুমদার
'কাভি খুশি কাভি গাম'-এ হৃতিক রোশনের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন কাভিশ মজুমদার। বরুণ ধাওয়ানের বন্ধু কাভিশ 'ম্যায় তেরা হিরো'-তেও অভিনয় করেছেন।
জিবরান খান
'কাভি খুশি কাভি গাম'-এ শাহরুখ খান এবং কাজলের ছেলের চরিত্রে অভিনয় করেন তিনি। আজ তার এক একটি ছবিতে হাজার হাজার 'লাইক'। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা এখন দেড় লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
রুবিনা আলী
'স্লামডগ মিলিয়নিয়ার'-এ বস্তির খুদে দলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন রুবিনা আলী। বাস্তবেও রুবিনার বাস ছিল বস্তিতেই। মুভিটি মুক্তি পাওয়ার পরে তার জন্য একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। সেই তহবিলের টাকায় মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাড়ি কিনেছেন তিনি।
তনয় ছেডা
'তারে জমিন পার'-এ দার্শিল সাফারির বন্ধু হিসেবে অভিনয় করেন তিনি। এছাড়া 'স্লামডগ মিলিয়নিয়ার'-এও অভিনয় করেছিলেন তনয় ছেডা। ক্যালিফোর্নিয়ায় চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
সিদ্ধার্থ নিগম
'ধুম ৩' ছবিতে খুদে যমজ জাদুকর— সাহির এবং সমরের চরিত্রে একাই অভিনয় করেছিলেন সিদ্ধার্থ নিগম। আমির খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। 'আলাদিন- নাম তো সুনা হোগা' ধারাবাহিকেও 'আলাদিন' চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। এখন সেই খুদে তারকা বলিউডের সুপুরুষদের অন্যতম। জিমনাস্টিকেও পারদর্শী তিনি।