করোনা নিয়ে প্রথম সিনেমা মুক্তির অপেক্ষায়

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন অনেকেই। এ সংক্রান্ত ঘোষণাও দিয়ে রেখেছেন কেউ কেউ। কিন্তু সব ইন্ডাস্ট্রিতেই শুটিং বন্ধ থাকায় অন্য কেউ এখনো এ নিয়ে সিনেমা বানাতে না পারলেও দারুণ এক কাণ্ড করেছেন ৩৩ বছর বয়সী ইরানি-কানাডিয়ান চলচ্চিত্রকার মোস্তাফা কেশভারি।
কানাডিয়ান থ্রিলার 'করোনা' বানিয়ে ফেলেছেন তিনি। এক শটের এই সিনেমার শুটিং হয়েছে লিফটে। করোনার দিনে এক অ্যাপার্টমেন্টের লিফটে আটকে পড়া মানুষের গল্প এটি। খবর হলিউড রিপোর্টার ও দ্য গার্ডিয়ানের।
মোস্তাফা কেশভারি জানান, একদিন তিনি লিফটে দাঁড়িয়ে চীনা পর্যটকদের ভাইরাস সংক্রমিত হওয়ার খবর পড়ছিলেন। তখনই ছবির আইডিয়া মাথায় আসে তার।
'করোনা' চলচ্চিত্রে দেখানো হয়েছে, লিফটে উঠেছেন এক অ্যাপার্টমেন্টের বিভিন্ন ফ্ল্যাটের ছয় বাসিন্দা। সপ্তমজন ওঠার পড়ে বিপত্তি ঘটে। চীনা ওই প্রতিবেশীকে করোনা আক্রান্ত হিসেবে সন্দেহ করেন বাকিরা।
মোস্তাফা বলেন, এই চলচ্চিত্রের শুটিং করার সময়ও তিনি জানতেন না, ভাইরাসটি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে।
গত মাসে ভ্যানকুভারে শুটিং হয়েছে এটির। নির্মাতা এখন অপেক্ষা করছেন অনলাইন স্ট্রিমারদের কাছে বিক্রি করার।