করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী কবরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তী অভিনেত্রী-নির্মাতা সারাহ বেগম কবরী। বর্তমানে তিনি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ধ্যায় এই অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন সরকার খবরটি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আগামীকাল সিটি স্ক্যান করে পুরো রিপোর্টটা পাওয়া যাবে।"
তিনি বলেন, "শনিবার ম্যাডামের জ্বর আসে। পরদিন নমুনা পরীক্ষা করতে দেই। রেজাল্ট পজিটিভ আসায় ৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করাই। কেবিনেই আছেন ম্যাডাম।"
১৯৬৪ সালে 'সুতরাং' দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। তারপর থেকে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। পরবর্তীতে ছবি পরিচালনা ও প্রযোজনা করেছে। গত বছর সর্বশেষ তিনি নির্মাণ শুরু করেন অনুদানের ছবি 'এই তুমি সেই তুমি'। করোনার কারণে ছবিটি এখনও শেষ করতে পারেননি। এছাড়া তিনি নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।