করোনার দিনে ফার্ম হাউসে সালমান খান
করোনার সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। সময়টা অন্যভাবে কাজে লাগাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। পরিবারের সবাইকে নিয়ে চলে গেছেন পানভেলের বাগানবাড়িতে।
সারা বছর শুটিংয়ের ব্যস্ততায় স্বভাবতই পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর খুব একটা সুযোগ হয় না তার। এদিকে এ মাসের শেষ দিকে শেষ হওয়ার কথা ছিল নতুন চলচ্চিত্র 'রাধে'র শুটিং। কিন্তু করোনার কারণে সেটি পিছিয়ে গেছে। এই সুযোগে বোন অর্পিতা এবং পরিবারের বাকিদের নিয়ে আপাতত ফার্ম হাউসেই সময় কাটাবেন সালমান। খবর আনন্দবাজার পত্রিকার।
ফার্ম হাউসটি কয়েক একর জমি জুড়ে বিস্তৃত। তারই মধ্যে রয়েছে ট্র্যাক করার জায়গাও। রয়েছে ইন-হাউস জিম। তাই সেখানে ফিটনেস ধরে রাখাও সহজ হয়ে স্বাস্থ্য সচেতন এই তারকার।
তাছাড়া সময় কাটানোর জন্য রয়েছে নানা ধরনের গাড়ি। পছন্দমতো যেকোনোটা নিয়ে তিনি ঘুরে বেড়াতে পারবেন খামারবাড়ির ভেতরেই।
অবশ্য বাকি সবাই ফার্ম হাউসে গেলেও বান্দ্রার বাড়িতেই রয়ে গেছেন সালমানের বাবা-মা সেলিম খান ও সালমা খান। বয়সের কারণে এতটা পথ ভ্রমণ করা ঠিক হবে না বলে তারা দুজন আপাতত মুম্বাইয়ের বাড়িতেই রয়েছেন।