'ওয়ান্ডার ওম্যান' আসছে বড়দিনে
করোনাভাইরাস বাস্তবতায় 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪' (ডব্লিউডব্লিউ৮৪) চলচ্চিত্রের মুক্তির তারিখ আরেক দফা পিছিয়ে দিলো প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস।
গ্যাল গ্যাডোট অভিনীত এই সুপারহিরো সিকুয়েলটি ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তির নতুন তারিখ নির্ধারণ হয়েছে বড়দিন বা ২৫ ডিসেম্বর।
হলিউডের দাপুটে মোশন পিকচার গ্রুপ ওয়ার্নার ব্রোসের চেয়ারম্যান টবি এমারিখ এক বার্তায় বলেন, "প্যাটি একজন ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার। তার বানানো দুর্দান্ত রকমের ডায়নামিক চলচ্চিত্র 'ওয়ান্ডার ওম্যান ১৯৮৪' সারা দুনিয়ার চলচ্চিত্রপ্রেমীদের নিশ্চিতভাবেই মন জয় করে নেবে।'
'এই চলচ্চিত্র নিয়ে আমরা খুব গর্বিত। দর্শকের সামনে হাজির করার উদ্যোগ নিচ্ছি', বলেন তিনি।
এদিকে, চলচ্চিত্রকার প্যাটি জেনকিন্স বলেন, "সবার আগে, সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা ওয়ান্ডার ওম্যান ভক্তদের প্রতি গ্যাল ও আমি ভালোবাসা জানাতে চাই। সিনেমা-হলে গিয়ে 'ডব্লিউডব্লিউ৮৪' দেখার জন্য আপনাদের এই রোমাঞ্চ নিয়ে অপেক্ষা আমাদের মনে আনন্দ এনে দেয়।... জানি, চলচ্চিত্রটি দেখার জন্য আপনাদের অপেক্ষা আরেকটু দীর্ঘ হচ্ছে; তবু আশা করি, কিছু মনে করবেন না।'
এই নিয়ে চলচ্চিত্রটি মুক্তির তারিখ কয়েক দফা পেছাল। শুরুতে ৫ জুন, তারপর ১৪ আগস্ট এবং সর্বশেষ ২ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল 'ডব্লিউডব্লিউ৮৪'-এর।
- সূত্র: ভ্যারাইটি