ওবামার স্মৃতিকথামূলক বই আসছে নভেম্বরে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্মৃতিকথামূলক বই 'অ্যা প্রমিজড ল্যান্ড'-এর প্রথম খণ্ড প্রকাশ পেতে যাচ্ছে আগামি নভেম্বরে, দেশটিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের ঠিক দুই সপ্তাহ পর। সম্প্রতি ওবামা নিজেই এ ঘোষণা দেন।
এর আগে প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যানডম হাউস জানিয়েছে, আগামি ১৭ নভেম্বর বইটি এক যোগে ২৫টি ভাষায় প্রকাশিত হবে।
'এ বই লেখা শেষ করার অনুভূতির কোনো তুলনা চলে না। বইটি লিখতে পেরে আমার গর্ববোধ হচ্ছে,' টুইট বার্তায় জানান ওবামা।
"'অ্যা প্রমিজড ল্যান্ড' বইয়ে আমার প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালের স্মৃতি, জাতি হিসেবে আমাদের ঝাঁকুনি দেওয়ার শক্তি এবং নিজেদের মধ্যকার বিভেদ দূর করে সবার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার কথা সততার সঙ্গে প্রকাশের চেষ্টা করেছি।"
আমেরিকার প্রথম ও এখন পর্যন্ত একমাত্র কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দুই দফায় ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ওবামা।
এই বইয়ে বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলাকালে নিজের ভাবনা এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজ সম্পর্কের ব্যাপারে ওবামা খোলাসা করবেন বলে ইঙ্গিত দিয়েছে পেঙ্গুইন র্যানডম হাউস।
২০১১ সালের মে মাসে পাকিস্তানে বিশেষ সামরিক অভিযান চালিয়ে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনারও স্মৃতিচারণ বইটিতে করবেন ৫৯ বছর বয়সী এই ডেমোক্র্যাটিক নেতা।
'অ্যা প্রমিজড ল্যান্ড'-এর দ্বিতীয় ও শেষ খণ্ড কবে প্রকাশ পাবে, তা এখনো নিশ্চিত করেনি প্রকাশনা প্রতিষ্ঠান।
'মিশেলের সঙ্গে আমার ব্যক্তিগত জীবন এবং অবিশ্বাস্য রকমের চড়াই-উৎরাইয়ের গল্পও এ বইয়ের পাঠকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি,' এক বিবৃতিতে বলেন ওবামা।
'দায়িত্বভার নিজ কাঁধে নিয়ে দুনিয়াকে আরও সুন্দর করে তুলতে এ দেশের (যুক্তরাষ্ট্র) ও সারা পৃথিবীর তরুণ প্রজন্মের মনে এই বই প্রেরণা হিসেবে কাজ করলে আমার প্রচেষ্টা সার্থক হবে,' বলেন তিনি।
এর আগে, ২০১৮ সালের নভেম্বরে প্রকাশ পায় মিশেল ওবামার স্মৃতিকথামূলক বই 'বিকামিং'। বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে এবং দুনিয়াজুড়ে ১ কোটি ১৫ লাখ কপিরও বেশি বিক্রি হয়।
- সূত্র: এএফপি