ওটিটিতে সুপারস্টারদের প্রবেশ, ক্ষুব্ধ নওয়াজউদ্দিন
করোনা মহামারির অনেক আগেই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এই প্ল্যাটফর্মে রীতিমতো নিজের জায়গাও পোক্ত করে ফেলেন তিনি। একের পর এক ওয়েব ফিল্ম করে দর্শকদের মন জয় করেছেন নওয়াজ।
এখানে তার সবচেয়ে বেশি আলোচিত ছবির মধ্যে অন্যতম ২০১৮ সালে নেটফ্লিক্সের 'সেক্রেড গেমস'। ওই সিরিজে গণেশ গাইতোন্ডের ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
ওটিটিতে তার অভিনয় বড় পর্দার অভিনেতাদের নতুন পথ দেখিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের বড় তারকাদের ওটিটি প্ল্যাটফর্মে প্রবেশ নিয়ে আপত্তি জানিয়েছেন নওয়াজ।
অভিনেতার কথায়, বড় পর্দায় অভিনেতারা একপ্রকার বাধ্য হয়েই ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। কারণ করোনার জেরে বহু ছবি বড় পর্দায় মুক্তি পায়নি। এমনকি অনেক ছবির মুক্তিও পিছিয়ে গেছে।
তার মতে, ওটিটিতে শুরুর পর্যায় নির্দিষ্ট কোনো কারণে বা নিতান্তই ভালো লাগার জায়গা থেকে অভিনয় করতেন অভিনেতারা। তবে এখন প্রায় সকলেই ওটিটি প্ল্যাটফর্মে এসে কাজ করছেন।
তিনি পালটা প্রশ্ন করেন, আগে থেকে কেন এই মাধ্যমে এসে কাজ করার কথা ভাবেননি তারা। তাদের অভিনয় নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নওয়াজ।
তিনি মনে করেন, বলিউডের তথাকথিত তারকারা অন্তর থেকে অভিনয় করেন না। তবে নবাগতদের তিনি উপদেশ দিয়েছেন, বড় তারকাদের অভিনয় দেখে তাদের রীতি অনুকরণ না করার জন্য।
এমনকি তাদের রীতি অনুকরণ করে অভিনয় করলে ওটিটি-দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা কমে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন নওয়াজ।