‘আমি গাধা বলছি’ খ্যাত দিলুর মৃত্যু

বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত অভিনেতা মুজিবুর রহমান দিলু মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বড় ভাই ও প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
মঞ্চসারথী আতাউর রহমান লিখেন, 'আমার অনুজ বীর মুক্তিযোদ্ধা, দক্ষ মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ও নির্দেশক, গ্রুপ থিয়েটার আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুজিবুর রহমান দিলু আজ সকাল ৬-৩৫ মিনিটে তীব্র নিউমনিয়ায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসীমের যাত্রী হয়েছে।'
'তার নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে সম্পন্ন হবার পরে তার মরদেহ সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপনের জন্যে দুপুর ৩টায় এক ঘণ্টার জন্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে নেওয়া হবে', বলেও ওই পোস্টে উল্লেখ করেন আতাউর রহমান।
তার পোস্ট থেকে আরও জানা যায়, মৃত্যুকালে দিলুর বয়স হয়েছিল ৬৯ বছর। আজ বিকেল ৪টায় রাজধানীর বনানী গোরস্থানে তাকে দাফন করা হবে।
বিটিভির কালজয়ী ধারাবাহিক নাটক 'সংশপ্তক'-এ মালু চরিত্রে অভিনয় মুজিবুর রহমান দিলু ব্যাপক পরিচিতি লাভ করেন। এর আগেই, মঞ্চের মাধ্যমে শুরু হয় তার অভিনয় জীবন।
'আমি গাধা বলছি', 'নানা রঙ্গের দিনগুলি', 'জনতার রঙ্গশালা', 'নীল পানিয়া', 'আরেক ফাল্গুন', 'ওমা কী তামাশা'সহ বেশ কিছু নাটকের মাধ্যমে দীর্ঘদিন মঞ্চে আলো ছড়িয়েছেন তিনি।
এর আগে, ২০০৫ সালে বিরল গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন কোমায় ছিলেন। এরপর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরলেও অভিনয়ে তাকে খুব একটা দেখা যায়নি।