আবারও বলিউডের পর্দায় শাহরুখ-রানী জুটি?
বলিউডের ইতিহাসের সবচেয়ে সফল রোমান্টিক জুটিগুলোর একটি তারা। 'কুচ কুচ হোতা হ্যায়'-খ্যাত শাহরুখ-রানি জুটিকে আবারও পর্দায় দেখা যেতে পারে বলে দাবি করেছেন স্বয়ং রানী মুখার্জি।
বলিউড ভক্তদের জন্য এক নস্টালজিয়ার নাম রাহুল-অঞ্জলি জুটি। শাহরুখ-কাজল যদি বলিউডের সর্বশ্রেষ্ঠ রোমান্টিক জুটি হয়ে থাকে, তাহলে তার পিছনেই হয়তো থাকবে শাহরুখ-রানী জুটি।
দিলওয়ালে ছবিতে আবারও শাহরুখ ও কাজলকে জুটি বাঁধতে দেখেছিল ভক্তরা। শাহরুখ-রানী জুটির প্রত্যাবর্তন দেখতে যাওয়া ভক্তের সংখ্যাও তাই নেহাতই কম নয়।
শাহরুখের সিংহভাগ রোমান্টিক সিনেমাই নির্মিত হয়েছে যশ রাজ ফিল্মসের অধীনে। এই স্টুডিওর বর্তমান কর্ণধার রানী মুখার্জির স্বামী আদিত্য চোপড়া।
সম্প্রতি ৪৩ বছর বয়সী রানীকে জিজ্ঞেস করা হয়েছিল, আদিত্যের প্রযোজনায় আবারও শাহরুখের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে কি না তাকে। জবাবে তিনি বলেন, "আদি এমন ছবি বানায় যেটাতে তার বিশ্বাস আছে, যেটাতে স্বামী স্ত্রী হিসেবে আমাদের সম্পর্কে বিশ্বাস আছে তার। কাজের ক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে বেশ পেশাদার। কোনো ছবির চিত্রনাট্য পড়ার যখন আমার মনে হয়, এই ছবি আমি করতে চাই এবং আমি চাই সে প্রযোজনা করুক, কেবল তখনই সে এই দায়িত্ব নেয়। এছাড়া, শুধু কাজ করতে হবে কোনো কাজে হাত দেই না আমরা।
"তাই যদি এমন কোনো গল্প আসে যাতে ও মনে করে, এখানে শাহরুখ ও রানীকে ভাল মানাবে তাহলে ও নিশ্চয়ই ছবিটা বানাবে।"
পূর্বে রানী একাধিকবার স্বীকার করেছেন, তরুণ বয়সে শাহরুখের প্রেমে মাতোয়ারা ছিলেন তিনি। মুম্বাইয়ের এই অভিনেত্রী জানান, ছবিতে কাজ করতে গিয়ে শাহরুখ এবং আমির খানের উপরে ভালো রকমের ক্রাশ খেয়ে বসেছিলেন তিনি। এই দুই অভিনেতার সঙ্গে রোমান্টিক দৃশ্যগুলোয় অভিনয় করার সময় বেশ ভয়ে ভয়েই থাকতেন তিনি।
শাহরুখের সঙ্গে এখন পর্যন্ত পাঁচটি ছবিতে জুটি বেঁধেছেন রানী। এরমধ্যে চারটি ছবিই ব্যবসাসফল হয়েছে।
সূত্র: বাংলা হান্ট।