সাভারে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষককে হত্যাকারী ছাত্র গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাকারী ছাত্রকে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম জিতু (১৬)- কে গাজীপুরের শ্রীপুর থেকে আজ বুধবার (২৯ জুন) আটক করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আল আমিন।
'পেটানোর পর আক্রান্ত শিক্ষকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। জিতু তখন সাভার ছেড়ে পালায়, এবং কিছু সময় আত্মগোপনে ছিল'- জানান র্যাবের এ কর্মকর্তা।
তিনি আরও জানান, 'ওই ঘটনার দুই দিন পর আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় উৎপল কুমার সরকার মারা যান, এসময় জিতু গাজীপুরের শ্রীপুরে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়।
আগামী বৃহস্পতিবার কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান আল-আমিন।
নিহত উৎপল (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পরলোকগত অজিত সরকারের ছেলে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সোয়া ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে উৎপল হত্যা মামলায় জিতুর বাবা উজ্জ্বলকে মঙ্গলবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে আটক করে পুলিশ।
হত্যাকাণ্ডের সাথে জিতুর বাবা সরাসরি জড়িত কিনা- এমন প্রশ্ন করা হলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান খান বলেন, 'বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল হাসান বলেন, 'প্রতিবছর আমরা শিক্ষার্থীদের জন্য ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। শনিবার (২৭ জুন) মেয়েদের ক্রিকেট ম্যাচ চলছিল। সবাই খেলা দেখছিল। এ সময় বেলা অনুমান ২টার দিকে মাঠের একপ্রান্তে দাঁড়িয়ে থাকা উৎপলের মাথায় ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে আঘাত করে একজন ছাত্র। সঙ্গে সঙ্গে আহত উৎপলকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
নিহতের ভাই ও আশুলিয়া থানায় মামলা দায়েরকারী অসীম কুমার সরকার বলেন, 'ইভটিজিংয়ের জন্য শাসন করায় ওই ছাত্র আমার ভাইকে আঘাত করে।'