আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পদ্মাসেতুতে সেনাবাহিনীর টহল

পদ্মাসেতুতে নির্ধারিত বিধিনিষেধ যেন লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে টহল দিচ্ছে সেনাবাহিনী। সোমবার বিবিসি বাংলায় সেতুর ওপর সেনাবাহিনীর টহলের ছবিসহ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
পায়ে হেঁটে বা মোটরসাইকেল নিয়েও পদ্মাসেতুতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সাধারণ মানুষ যেন পদ্মা সেতুতে চলাচলের সময় নির্ধারিত বিধি মেনে চলে, সেজন্য অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সেতুর ওপর গাড়ি থামিয়ে মানুষজন দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করলে সেনাবাহিনীর টহল গাড়ি তাদের সরিয়ে দিচ্ছে বলে জানা গেছে।
এছাড়া পুরো সেতু এলাকাতেই গতকালের চেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
গতকাল রোববার পদ্মাসেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী গুরুতর আহত হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।