পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটকে ভিডিও, সেই যুবক আটক

পদ্মা সেতুর রেলিং থেকে নাট খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা এক যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৬ জুন) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি'র সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। আটককৃত যুবকের নাম বায়েজিদ তালহা।
বায়েজিদকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। রেজাউল মাসুদ জানান, বায়েজীদের বাড়ি পটুয়াখালী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, বায়েজিদ ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় বায়েজিদ হাত দিয়ে সেতুর রেলিং-এ লাগানো একজোড়া নাট খুলে নিয়ে তা ক্যামেরার সামনে এনে দেখাচ্ছেন।
এ সময় নাটগুলো হাতে নিয়ে তাকে বলতে শোনা যায়, 'এ হলো পদ্মাসেতু আমার।' এরপর ক্যামেরার উদ্দেশে তিনি আরও বলেন, 'দ্যাখো, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মাসেতু, নাট খুলে এখন আবার আটকাই।'
ভিডিওর শেষ মুহূর্তে তাকে ওই নাটগুলো আবার জুড়ে দিতে দেখা যায়।
গতকাল শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার পর শত শত যানবাহন সেতুটি ব্যবহার করতে শুরু করে।
এর আগে সেতু কর্তৃপক্ষ জানিয়েছিল, পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করতে আসা ব্যক্তিরা সেতুতে গাড়ি রাখতে, সেলফি নিতে আর হাঁটতে পারবেন না।
এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই অনেককে পায়ে হেঁটে সেতু পাড়ি দিতে দেখা যায়। অনেকে আবার গাড়ি ও মোটরসাইকেল থামিয়ে সেলফি তুলতে বা ভিডিও রেকর্ডে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।