অ্যাপোলো হাসপাতালের যাত্রা শুরু বাংলাদেশে

ভারতের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতাল বাংলাদেশে যাত্রা শুরু করছে। এজন্য বিশ্বব্যাংকের অর্থায়নে চলা ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেডের সাথে ব্র্যান্ড লাইসেন্সিং, অপারেশন এবং ব্যবস্থাপনা চুক্তি সম্পাদন করেছে অ্যাপোলো কর্তৃপক্ষ।
চুক্তির আওতায়, চট্টগ্রামে ৩৭৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিচালনার মাধ্যমে অ্যাপোলো একটি নির্দিষ্ট ব্যবস্থাপনা ফি এবং সামগ্রিক আয়ের অংশ পাবে।
১০ বছরের এই 'অটো-রিনিউএবল' চুক্তিটি জুলাই থেকে কার্যকর হবে। এখানে স্থানীয় রোগীরা সেকেন্ডারি এবং টারশিয়ারি স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
"বাংলাদেশ থেকে প্রচুর রোগী ভারতে চিকিৎসা নিতে আসেন। অথচ ভ্রমণেই অনেক টাকা খরচ হয়ে যায়। আমাদের আশা, এই হাসপাতালের মাধ্যমে রোগীদের অনেকের অর্থ সাশ্রয় হবে কারণ, ভারতের মতো এখানেও তারা একই রকম ট্রিটমেন্ট পাবেন", অ্যাপোলো হসপিটালস লিমিটেডের চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডি সোমবার ভারতের চেন্নাইতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পর এ কথা বলেন।
ভারতের সরকারী নথির তথ্যমতে, বাংলাদেশ থেকে প্রায় ছয় হাজার মানুষ প্রতিবছর টারশিয়ারী সেবা গ্রহণের জন্য ভারতে যান। ফলে দেশটির মেডিক্যাল ট্যুরিজমে বড় অবদান এ দেশের মানুষের।
অ্যাপোলো হসপিটালস লিমিটেডের গ্রুপ অনকোলজি অ্যান্ড ইন্টারন্যাশনাল বিভাগের প্রেসিডেন্ট দিনেশ মাধবন বলেন, "আমাদের প্রাথমিক লক্ষ্য এ উদ্যোগকে সেলফ-সাসটেইনিং এবং লাভজনক করে তোলা।"
"আমার বিশ্বাস রোগীরা চট্টগ্রামের হাসপাতালে একই চিকিৎসা পাবেন যা তারা ভারতের অ্যাপোলো হাসপাতালে পান।"
এ মুহূর্তে যুক্তরাজ্য, মরিশাস, মিশর, বার্বাডোজ, ভিয়েতনাম, ফিজি, বাহরাইন এবং নাইজেরিয়ার মতো ২৫টি দেশে এই হেলথকেয়ার চেইনের উপস্থিতি রয়েছে; এছাড়াও আসন্ন প্রকল্প রয়েছে শ্রীলঙ্কা, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, জাম্বিয়া, ক্যামেরুন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সামোয়া প্রভৃতি দেশে।
- সূত্র- টেলিগ্রাফ ইন্ডিয়া