‘হলুদ সাংবাদিকতা’র জন্য গণমাধ্যমকে জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল

প্রেস কাউন্সিল আইন (সংশোধন) ২০২২- এর খসড়ার অনুমোদন দিয়েছে সরকার। এতে 'হলুদ সাংবাদিকতা'য় জড়িত গণমাধ্যম আউটলেটকে জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে প্রেস কাউন্সিলকে।
সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, 'অপসাংবাদিকতার জন্য খসড়া এ আইনে জরিমানার বিধান রাখা হয়েছে। আগে প্রেস কাউন্সিল শুধু তিরস্কার করতে পারত।'
সকল প্রিন্ট ও ডিজিটাল সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আইনটি প্রযোজ্য হবে বলে এসময় উল্লেখ করেন তিনি।