বিচ্ছিন্ন সিলেট: নেই বিদ্যুৎ নেটওয়ার্ক, রেল-যোগাযোগ, জরুরি সেবা

বন্যার পানির কারণে বিমানবন্দরের পর এবার সিলেটের রেলস্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘোষণা দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, স্টেশনে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল-যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে সিলেটের মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলাচল করবে।
এর আগে গতকাল বন্যার কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। রানওয়ের কাছাকাছি পানি চলে আসায় আগামী তিন দিনের জন্য এয়ারপোর্টের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৮ জুন) বৃষ্টির পানি বাড়ার কারণে সিলেটের ৮০ শতাংশ এলাকা তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট চলছে। বন্ধ হবার দ্বারপ্রান্তে সব জরুরি সেবাও। ইতোমধ্যে বিদ্যুৎ, ইন্টারনেট পরিষেবার ব্যাঘাত ঘটেছে। পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ বিভ্রাটে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। বন্ধ হয়েছে বিভিন্ন রোগ-নির্ণয়ের স্বাস্থ্য পরীক্ষা।
মেডিকেল কলেজটির অধ্যক্ষ ড. মঈনুল হক বলেন, আবাসিক হল ও কলেজে পানি ঢুকে পড়ায় আপাতত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীরা এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে।
সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ বিভাগের সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ছে পানি, পরিষেবা-বিচ্ছিন্ন নগরী সিলেট:
সিলেট শহরের বিভিন্ন স্থাপনায় ঢুকে গেছে পানি। এখন হযরত শাহজালাল (রহ.)-এর মাজারেও পানি ঢোকার আশঙ্কা করা হচ্ছে।
নগরীর আম্বরখানা এলাকায় এই মাজারের পেছনে পায়রা আবাসিক এলাকার রাস্তায় প্রায় হাঁটুপানি জমেছে। ঢল ও ভারী বৃষ্টি অব্যাহত থাকলে পানি ঢুকতে শুরু করবে মাজারের ভেতরে।
মাজারের খাদেম ফতেহ মাহমুদ খান জানান, মাজারে ঢোকার তিনটি গেট আছে। পেছনের গেটের সঙ্গের রাস্তায় পানি জমেছে। পানি এখনও এক থেকে দেড় ফুট নিচে রয়েছে। তবে বন্যা পরিস্থিতির যেভাবে অবনতি হচ্ছে তাতে শনিবার রাতেই মাজারে পানি উঠতে শুরু করতে পারে।
এদিকে ইন্টারনেট-ভিত্তিক বিভিন্ন খাদ্য ডেলিভারির প্রতিষ্ঠানগুলো সার্ভিস বন্ধ রেখেছে। বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীন যানবাহন। ফলে সিলেট শহর এখন কার্যত সব রকমের পরিষেবা-হীন এক বিচ্ছিন্ন নগরী ।
সরবরাহের লাইনে বন্যার পানি অনুপ্রবেশ করায়- বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বেশকিছু এলাকায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ।
বাড়ছে জীবনের ঝুঁকি:
শনিবার দুপুরে নগরীর শাপলাবাগে নিজ বাসার সামনে পানিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান যুবলীগ নেতা টিটু চৌধুরী। তার পরিবারের বরাত দিয়ে সিলেট মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি টিটুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।