৪১৫টি ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত পদ্মা সেতু

মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্ত পর্যন্ত পদ্মা সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে আলোকসজ্জায় পুরো সেতু এখন আলোকিত।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সন্ধ্যা ৬ টার ৫০ মিনিটে দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর সংযোগ সড়ক থেকে শরিয়তপুরের জাজিরা প্রান্ত পর্যন্ত সংযোগ সেতু ও মূল সেতুতে ল্যাম্প পোস্টে একসঙ্গে জ্বলে উঠে ৪১৫ টি সড়কবাতি।
জেনারেটরের মাধ্যমে পরীক্ষামূলক কার্যক্রমের পর এবার পদ্মা সেতুর সবকয়টি সড়কবাতি প্রজ্বলন করা হলো সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে।

এর মধ্য দিয়ে আলোকিত হয়ে উঠেছে সেতুর মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্ত।
তিনি জানান, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর পল্লি বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম পুরো সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, এর আগে গতকাল বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদুৎ সংযোগের মাধ্যমে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে মূল সেতুর ২০৭ টি সড়কবাতি জালানো হয়।

গত বছরের ২৫ নভেম্বর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে প্রথম ল্যাম্প পোস্ট বসানোর কাজ শুরু হয়।
চলতি বছরের ১৮ এপ্রিল এসব ল্যাম্প পোস্ট বসানো ও এর মধ্যে বাতি লাগানোর কাজ শেষ হয়। গত ৪ জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি প্রজ্বলন করা হয়।
ওইদিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝিতে ২৪টি ল্যাম্প পোস্টে বাতি জ্বালানো করা হয়েছিল।

এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে সেতুর সবকটি বাতি জ্বালানো হয়।
সড়কবাতি ছাড়াও বর্তমানে শেষ পর্যায়ের অন্যান্য কাজের মধ্যে রোড মার্কিং, হ্যান্ড রেলিং, মুভমেন্ট জয়েন্ট প্যারাপেটের কাজ চলমান আছে।
আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরদিন ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু।