বিএম ডিপোতে বিপজ্জনক রাসায়নিক বোঝাই ৪টি কনটেইনার শনাক্ত

সীতাকুণ্ডে শনিবারের (৪ জুন) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের জন্য দায়ী বিপজ্জনক রাসায়নিক পদার্থ 'হাইড্রোজেন পারক্সাইড' অপসারণ করতে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি বিশেষ দল চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে পৌঁছেছে।
সোমবার (৬ জুন) দুপুরে ডিপো প্রাঙ্গণে কমলা রঙের সুরক্ষিত পোশাকে বিশেষ দলের সদস্যদের বিপজ্জনক রাসায়নিক ভর্তি কনটেইনারগুলো শনাক্ত ও পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায়।

এ পর্যন্ত মোট ৪টি কনটেইনার শনাক্ত করেছে কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রচেষ্টার সঙ্গে জড়িত কর্মকর্তারা বলেছেন, আরও পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও দমকল কর্মীদের সহায়তা করা হচ্ছে।
মিলিটারি পুলিশকে (এমপি) ডিপো এলাকায় ভিড় নিয়ন্ত্রণের কাজ করতে দেখা গেছে।

বিভিন্ন বাহিনীর মধ্যে উপযুক্ত সহযোগিতা ও সমন্বয় নিশ্চিত করার কাজ করছে সেনাবাহিনী।
সোমবার দুপুর পর্যন্ত, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৯ জন নিহত এবং দুই শতাধিক আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ২৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সেইসঙ্গে, বাংলাদেশ সেনাবাহিনীর মোট ২৫০ সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।
মর্মান্তিক এই ঘটনার তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।