হাইকোর্টের কাছে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩০

হাইকোর্ট চত্বরে ছাত্রলীগের হামলায় ছাত্রদলের অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে হাইকোর্টের কাছে একটি মিছিল বের করে ছাত্রদল সদস্যরা।
একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালালে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোঁড়াছুড়ি চলে।
এ সময় অনেককে হেলমেট পরা এবং লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রলীগের কর্মীরা হাইকোর্টের গেটের সামনে এবং ছাত্রদল কর্মীরা ভিতরে অবস্থান নিয়েছে।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, "ক্যাম্পাসে থাকার জন্য যে ন্যূনতম বয়স থাকার কথা, সেটি ছাত্রদলের কর্মীদের মধ্যে নেই, এমনকি তাদের ছাত্রত্ব পর্যন্ত নেই। তারা ক্যাম্পাসে এসেছিল সন্ত্রাসী কার্যক্রম করার জন্য।"
তিনি আরও বলেন, "আজকে সাধারণ শিক্ষার্থীরা সকলে মিলে তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ছিল এবং ক্যাম্পাসে যেন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে তার জন্য সাধারণ শিক্ষার্থীরাই আজকে তাদেরকে প্রতিহত করেছে।"

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ দাবি করেছেন, তাদের অন্তত ৩০ জন সদস্য আজকের সংঘর্ষে আহত হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাবির কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৩৫ জনের বেশি আহত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সেদিন সকাল সাড়ে ৯টার দিকে সমাবেশরত ছাত্রদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যাওয়ার সময় শহীদ মিনারের কাছে পৌঁছালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এরপরই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ; এদের মধ্যে দু'জন ছাত্রদল কর্মী।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার গণমাধ্যমকে বলেছেন, "যেহেতু কোনো পক্ষই (সংঘর্ষে অংশগ্রহণকারী) কোনো অভিযোগ করেনি, তাই মামলা করার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।"

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি নেতাকর্মীদের অনেকেই সেদিন বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ছাত্রদল কর্মীদের দেখতে যান।