ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আজ (২৪ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে দুই দলের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সংবাদ সম্মেলন করতে ছাত্রদলের নেতা-কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগের কর্মীরা বাধা দিলে, এর কিছুক্ষণের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকাল সাড়ে ৯টার দিকে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদলের কর্মীদের এলাকায় ঢুকতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়"।

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

কিছুক্ষণ পর ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজের ভেতরে অবস্থান নেয়। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারে অবস্থান নেয়।
সকাল সাড়ে ১১টার দিকে দোয়েল চত্বরে দুই পক্ষের মধ্যে আবারো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষেরই বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে সংগঠন দুটি।