আবদুল গাফফার চৌধুরী আর নেই

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরী আর নেই।
বুধবার (১৮ মে) রাতে লন্ডনে ইন্তেকাল করেন তিনি। একুশে পদক বিজয়ী সাংবাদিক স্বদেশ রায় এ তথ্য জানান গণমাধ্যমকে।
বাংলা ভাষা আন্দোলনের স্মরণে বহুল পরিচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি রচনা করেছেন আবদুল গাফফার চৌধুরী।
১৯৩৪ সালে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। ১৯৭৪ সালের ৫ অক্টোবর তিনি ইংল্যান্ডে যান।
যুক্তরাজ্যে যাওয়ার আগে তিনি ঢাকার বিভিন্ন জাতীয় পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি জয় বাংলা, যুগান্তর ও আনন্দবাজার পত্রিকায় কাজ করেন।
যুক্তরাজ্যে আবদুল গাফফার চৌধুরী নতুন দিন নামক একটি পত্রিকা চালু করেন। ৩৫টি বই লিখেছেন তিনি।
তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে 'ডানপিটে শওকত', 'চন্দ্রদ্বীপ উপাখ্যান', 'নাম না জানা ভোর', 'নীল যমুনা', 'শেষ রজনীর চাঁদ', 'পলাশীর ধানমন্ডি', 'বাস্তবতার নিরিখে'।
১৯৬৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ একুশে পদক, ইউনেস্কো সাহিত্য পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া ২০০৮ সালে সাংহাটি আজীবন সম্মাননা পুরস্কার ও ২০০৯ সালে স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ শোক প্রকাশ করেছেন।