উদ্ধারকৃত ময়নার বাচ্চা বড় হচ্ছে মানুষের যত্নে, বনে অবমুক্তের অপেক্ষায়

মৌলভীবাজারের জুড়িতে উদ্ধার করা ৩টি পাহাড়ি ময়নার বাচ্চা বর্তমানে স্থানীয় পরিবেশকর্মী খোরশেদ আলমের তত্ত্বাবধানে রেখেছে বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, লাঠিটিলা বন বিটের সেগুন বাগানে একটি সেগুন গাছে বাঁসা বেধেছিল পাহাড়ী ময়না দম্পতি, বাসায় তিনটি ছানা দিয়েছিল। এক সপ্তাহ আগে তিনটি ছানা বাসা থেকে নিয়ে যায় ডোমাবাড়ী এলাকার ইছরাক আলীর ছেলে ফাহিম আহমেদসহ ৩ জন কিশোর।
পাখিগুলোর বয়স ছিল মাত্র পাঁচ দিন, চোখও ফোটেনি তখনো। এখন তাদের বয়স আনুমানিক ১২ দিন।
পরে খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরি পাখিগুলোকে উদ্ধার করতে যান।
স্থানীয় বিট কর্মকর্তা সালাহ্ উদ্দিনসহ বনবিভাগের টিম ময়নার ছানা গুলো উদ্ধার করে বিট অফিসে নিয়ে যায়। প্রাথমিক ভাবে দেখাশুনা করার জন্য বন বিভাগের সমন্বয়ে স্থানীয় পরিবেশ কর্মী সেচ্ছাসেবী খোরশেদ আলমের কাছে পরিচর্যার জন্য রাখা হয়।
খোরশেদ আলম জানান, কতদিন রাখতে হবে জানিনা তবে উড়তে শেখা পর্যন্ত তাদের যটন নেওয়া হবে। পরে বনে মুক্ত করে দেওয়া হবে।
বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, সব খরচসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বনবিভাগ। বাচ্চাগুলো উড়তে শিখলেই বনে অবমুক্ত করা হবে।