৮১ দিন পর আজ বাসায় ফিরবেন খালেদা

৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বাড়ি ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তার গুলশানের বাসভবন 'ফিরোজা'য় ফিরে যাচ্ছেন বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন।
দলীয় নেতাকর্মীরাও বলছেন, তার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো।
৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা নিয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ায় তাকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে।
খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শামীম ইস্কান্দার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেন।
কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়, সাময়িক মুক্তির শর্ত অনুসারে খালেদা জিয়া বাংলাদেশ ছাড়তে পারবেন না।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়।
করোনাভাইরাস মহামারির মধ্যে নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। এখন পর্যন্ত চারবার তার কারামুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে; বহাল রয়েছে এখনও ৩৬টি মামলা।