২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪ জনের, শনাক্ত ১০,৮৮৮ জন

দেশে করোনা সংক্রমণের হার বাড়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন। এ সময় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৩৭ শতাংশ।
গত চব্বিশ ঘণ্টায় এ সময় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ জনের।
২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
প্রথম শনাক্তের পর থেকে দেশে এখন পর্যন্ত ১৮ জন ১৮০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনের।
গত চব্বিশ ঘণ্টায় মারা যাওয়ার চারজনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুজন করে মারা গেছেন।
এছাড়া একই সময়ে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭৭ জন, এবং এ সময় সুস্থ হওয়ার হার ৯৪ দশমিক ০৫ শতাংশ।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। করোনা সংক্রমণে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।