কক্সবাজার দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি আশিকুলকে মাদারীপুর থেকে গ্রেপ্তার

কক্সবাজারে নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের আইন ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএনএম ইমরান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে রোববার মাদারীপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আশিকুল স্থানীয় কুখ্যাত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাই, নারী নির্যাতনসহ ১৬টি মামলা রয়েছে। গত ৭ ডিসেম্বর তিনিত জেল থেকে ছাড়া পেয়েছেন।
শনিবার রাতভর অভিযান চালিয়ে এই দলবদ্ধ ধর্ষণ মামলায় অভিযুক্ত আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রেজাউল করিম (২৫), মামুনুর রশিদ (২৮) ও মেহেদী হাসান (২১)।
এর আগে একই মামলায় জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করা হয়। শনিবার কক্সবাজারের একটি আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৩ ডিসেম্বর স্বামী ও আট বছরের সন্তানকে জিম্মি করে দলবদ্ধ ধর্ষণ করা এক নারী পর্যটককে উদ্ধার করে র্যাব-১৫।
ঘটনার ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে সাতজনকে আসামি করে কক্সবাজার মডেল থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর র্যাব হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিনকে (৩৩) গ্রেপ্তার করে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত তিন যুবককে শনাক্ত করে।
মামলায় চারজনের নাম উল্লেখ থাকলেও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা চার আসামি হলেন—বাহারছড়ার মৃত আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম (২৩), শফিক প্রকাশ গুন্ডার ছেলে ইসরাফিল হুদা জয় ও আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান।