মেট্রোর ২ লাখ টিকিট নিয়ে গেছে যাত্রীরা, টিকিট সংকট, ফেরত দেওয়ার আহ্বান ডিএমটিসিএলের
মেট্রোরেলের একক যাত্রার ২ লাখ টিকিট কার্ড পাচ্ছে না মেট্রোরেল। এই বিশাল পরিমাণ টিকিট যাত্রীরা নিয়ে গেছে।
এতে স্টেশনগুলোতে টিকিটের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। টিকিটের অভাবে যাত্রীদের সমস্যা হচ্ছে জানিয়ে সেগুলো ফেরত দিতে অনুরোধ করেছে ডিএমটিসিএল।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ বলেন, সবগুলো স্টেশন মিলিয়ে ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি একক যাত্রার টিকিট দেওয়া হয়েছিল। এর মধ্যে একক যাত্রার যাত্রীরা বহির্গমন গেটে বসানো নির্ধারিত মেশিনে জমা দেননি প্রায় ২ লাখ কার্ড। নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ৬ হাজার ৮৮১টি কার্ড। দেড় হাজার কার্ড অন্যান্যভাবে হারিয়ে গেছে।
তিনি বলেন, 'হারিয়ে যাওয়া মানে যাত্রীরা এগুলো বিভিন্ন সময়ে স্টেশনে জমা না দিয়ে নিয়ে গেছেন।'
যাত্রীদের এসব কার্ড ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, 'একক যাত্রার টিকিট মেট্রোরেল স্টেশনের বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। এসব কার্ড বাইরে নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তাই অনুরোধ রইল, এসব কার্ড নিকটবর্তী স্টেশনে এসে ফেরত দেবেন। এতে রাষ্ট্র আর্থিক ক্ষতি থেকে বাঁচবে।'
স্টেশনের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, একটি পরিবারের কয়েকজন সদস্যের জন্য টিকিট কাটা হলেও একসঙ্গে বের হওয়ার সময় দু-একটি টিকিট জমা দেওয়া হয়। বাকিগুলো ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে জমা দেন না যাত্রীরা। আবার অনেক যাত্রী ভিড়ের মধ্যে টিকিট জমা না দিয়েও বের হয়ে যেতে পারেন। এরকম ঘটনা বেশ কয়েকবার ধরা পড়েছে।
এদিকে একক যাত্রার এতগুলো টিকিট নিয়ে যাওয়ায় ভুগছেন অন্য যাত্রীরা। টিকিট কম থাকায় প্রায়ই কিছু কিছু ভেন্ডিং মেশিন বন্ধ থাকে।