শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত নয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 'আমরা এ বিষয়ে দিল্লিতেও খোঁজ নিয়েছি। কেউ নিশ্চিত করতে পারেনি।'
কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শেখ হাসিনা দিল্লি থেকে দুবাই চলে গিয়েছেন। পদত্যাগের পর দুবাইতেই তিনি প্রাথমিকভাবে আশ্রয় চেয়েছিলেন।
'আমরা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত নই। আমরা দিল্লির সঙ্গেও যাচাই করে দেখেছি। কেউ কোনোকিছু নিশ্চিত করতে পারেনি। আপনারা যেমনটা গণমাধ্যমে দেখেছেন, আমরাও এমন প্রতিবেদন দেখেছি যে তিনি সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের আজমানে গেছেন। তবে আমরা বিষয়টি নিশ্চিত করতে পারিনি,' তৌহিদ হোসেন বলেন।
আওয়ামী লীগ নেতাদের ভারতীয় ভ্রমণ পাস নিয়ে অন্যান্য দেশে পালিয়ে যাওয়ার অভিযোগ বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'পাসপোর্টের মেয়াদ শেষ হলে বাংলাদেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেওয়া হয়, অন্য দেশে যাওয়ার জন্য নয়।'
শেখ হাসিনাকে অন্য দেশে চলে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের চাপ দেওয়ার বিষয়ে জল্পনা-কল্পনা প্রসঙ্গে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। 'এ বিষয়ে আপনাদের যুক্তরাষ্ট্রকে জিজ্ঞাসা করা উচিত,' তিনি বলেন।