যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপি
ছয় সংস্কার কমিশন গঠনের সময় তাদের মতামত জানতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে সংলাপে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে আজ (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় এ সংলাপ শুরু হয়েছে।
নির্ধারিত সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৬ সদস্যের একটি প্রতিনিধি দলকে সংলাপের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ করতে দেখা গেছে।
এর আগে জানানো হয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। সংলাপে আরও কয়েকজন উপদেষ্টা অংশ নেবেন বলেও জানা যায়।
বিএনপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সিপিবিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রথম দিনের সংলাপে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
আজকের সংলাপ রাত ৮টা পর্যন্ত চলতে পারে বলে রাজনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে।