ঢাকা ছাড়লেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ছেড়েছেন।
এর আগে আজ দুপুর ২টার দিকে এক সংক্ষিপ্ত সরকারি সফরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এটি করা হয়েছে।
প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে দুপুর ২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মো. তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার হাইকমিশনার।
প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন এবং এটি ৮ আগস্ট অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশী কোনো প্রধানমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।