নবীনগর-চন্দ্রা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার শ্রমিকদের
টানা তৃতীয় দিনের মত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।
আজ দুপুর ১টার দিকে সড়কটি থেকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
অবরোধ প্রত্যাহার করে নেওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সড়কটির ডিইপিজেড এলাকায় সড়ক উন্নয়নের কাজ চলমান থাকায় সেখানে যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।
অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা শ্রমিকদের বুঝিয়ে অনুরোধ করলে শ্রমিকরা আমাদের অনুরোধ রেখেছেন, তারা সড়ক থেকে সরে গিয়ে কারখানার সামনে অবস্থান করছেন।"
এর আগে, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার আহমেদ মুঈদ সকালে টিবিএসকে বলেছিলেন, "আমরা সমস্যা সমাধানে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি। আমরা শ্রমিক ভাইদের অনুরোধ করেছি, রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য, যাতে সড়কের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আমরা সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং আশা করছি, আজ দুপুর নাগাদ সমস্যার সমাধান হতে পারে।"
এর আগে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইল এলাকায় এবং ডিওএইচএস সামনে মহাসড়কের দুই পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বার্ডস গ্রুপের শ্রমিকরা।
পরবর্তীতে ডিওএইচএস এর সামনে থেকে সরে গেলেও বাইপাইল এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধ শ্রমিকরা, যা এখনো অব্যাহত রয়েছে।
গত ২৭ আগস্ট এক নোটিশে বার্ডস গ্রুপ কর্তৃপক্ষ জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশিক অর্থনৈতিক মন্দার কারণে বেশ কিছুদিন যাবৎ কারখানাতে কোনো প্রকার কাজ নেই। এরপরেও কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে আর্থিক লোকসানের মধ্য দিয়ে ব্যবস্যায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছিল। শত চেষ্টা করেও নতুন কোনো কাজের অর্ডার সংগ্রহ করতে না পারায় পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানানো হয়।
এমতাবস্থায় গত ২৮ আগস্ট থেকে গ্রুপটির আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ এবং বার্ডস এ এন্ড জেড লিঃ এর সকল সেকশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।