শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা দিতে পারলেন না রাবি ছাত্রলীগ নেতা
শিক্ষার্থীদের তোপের মুখে আজ মঙ্গলবার (১ অক্টোবর) পরীক্ষায় অংশ নিতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্র দেব সাহা।
তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি খুলনা জেলায়।
আজ সকাল ১১টায় অনুষ্ঠিত ইইই বিভাগের অনার্স ৪র্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। তবে বিভাগের শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পরীক্ষা দিতে আসতে পারেননি।
জানা গেছে, শুভ্র দেব সাহার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হলে আটকে রেখে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও সিট বাণিজ্য, মাদক ব্যবসা ও বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শুভ্র দেব সাহা আজ পরীক্ষা দিতে আসবেন এমন খবরে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা এসময় 'সন্ত্রাসীদের ঠিকানা, ইইইতে হবে না', 'ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে ইইই বিভাগের সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম বলেন, 'আজ বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও শুভ্র দেব সাহা পরীক্ষা দিতে আসেনি এবং এ বিষয়ে আমাদের অবহিতও করেনি। সে যদি এসে আমাদেরকে বলত, তাহলে সে বিষয়ে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিতাম। কারণ বিশ্ববিদ্যালয়ে আইন কারো নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আমার ধারণা শিক্ষার্থীদের আন্দোলনের কথা শুনে সে আর পরীক্ষা দিতে আসেনি।'
তিনি বলেন, 'একদল শিক্ষার্থী সকালে এসে শুভ্র দেবের বিষয়ে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে। কিন্তু তাদের আমি বলেছি, এ বিষয়ে আমার কিছু করার নেই, যা করবে প্রশাসন। আমরা পরীক্ষা নেব। কিন্তু সেই শিক্ষার্থী নিজেই আর আসেনি।'