গুলশান থেকে গ্রেপ্তার সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকব
মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়
ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর কবির।
তিনি আরও জানান, সাভার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে।