৫ আগস্ট গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু
৫ আগস্টের গণ-আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া এক যুবক আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) মৃত্যুবরণ করেছেন।
মৃত ব্যক্তির নাম করিমুল ইসলাম (২২)। তিনি যাত্রাবাড়ীর কুতুবখালীর বাসিন্দা। তিনি ডিএমসিএইচ'র বার্ন ইউনিটে গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনস্পেক্টর মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।"
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় একদল পুলিশের গুলিতে আহত হন করিমুল। এ গুলি করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।