চট্টগ্রাম বন্দরে বিএসসির তেলবাহী জাহাজে আগুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং জেটি এলাকায় আজ (৩ সেপ্টেম্বর) 'বাংলার জ্যোতি' নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন।
বিএসসির নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ টিবিএসকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে জাহাজটির সামনের অংশে আগুন লাগে।
তিনি আরও বলেন, 'খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের ফায়ার ফাইটিং দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।'
ইউসুফ আরও জানান, 'জাহাজে ৪০ জন ক্রু মেম্বার ছিলেন। তারাও আগুন নেভাতে কাজ করছেন। পরে বিস্তারিত তথ্য জানানো হবে। আমাদের প্রথম অগ্রাধিকার হলো আগুন নেভানো এবং সব ক্রু মেম্বারকে উদ্ধার করা।'