জাবির সাবেক উপাচার্যসহ দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা
গত ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক উপাচার্য ও প্রক্টরসহ ২১৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম (২৩) বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে বলেন, "গতকাল সাজ্জাদুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি একটি মামলা দায়ের করেছেন।"
মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে প্রধান আসামি করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক আলমগীর কবির ও আ স ম ফিরোজ উল হাসান, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ, সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক ফরিদ আহমেদ ও অধ্যাপক ইসরাফিল আহমেদকে আসামি করা হয়েছে।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের মামলার আসামি করা হয়েছে বলে ওসি আবু বকর জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৫ জুলাই সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বাদীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত হন। এসময়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ কয়েকজন শিক্ষক আলোচনার নামে কালক্ষেপণ করেন। শিক্ষার্থীদের দাবি না শুনে উলটো তাদের হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রশাসনের সরাসরি নির্দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালায়। এসময় কয়েকজন কর্মকর্তা ও শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, উপাচার্যের বাসভবনে আটকে পড়া শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ১৫ জন এতে মারাত্মকভাবে আহত হয়। হামলা চালানোর সময় অভিযুক্তদের কাছে রামদা, পেট্রোলবোমা ও আগ্নেয়াস্ত্র ছিল।
মামলার বাদী সাজ্জাদুল ইসলাম বলেন, "সেই রাতে আমিসহ আমার সহযোদ্ধাদের ওপর হামলার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আশা করি আসামিদের পুলিশ দ্রুতই গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করবে।"