অন্তর্বর্তী সরকারকে বিএনপির অবিচল আস্থা অর্জন করতে হবে: তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বলেছেন, ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির অবিচল আস্থা অর্জনের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, 'আমরা সবাই জানি, একনায়কতামুক্ত বাংলাদেশে হঠাৎ করে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারের বিকল্প ছিল না। সঙ্গত কারণে আমরা সেই সময় তাদের সমর্থন করেছি এবং এখনও তাদের সমর্থন করি। তাদের প্রতি আমাদের আস্থা যাতে অটুট থাকে তা নিশ্চিত করার চ্যালেঞ্জ তাদের নিতে হবে।'
এক গণসমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই তাদের ওপর অর্পিত দায়িত্ব সুনির্দিষ্ট করতে হবে এবং কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ রাকিব ও সাবিরের বিচারের দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে পায়রা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, 'তাদের পক্ষে সমস্ত পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। তবে তারা যে দায়িত্ব বহন করতে পারবেন না, তা তাদের পক্ষে কাঁধে নেওয়াও অযৌক্তিক হবে।'
সরকার চালানো একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল কাজ উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করে দিয়ে তিনি বলেন, একটি ছোট বিচ্যুতিও একটি বড় প্রশ্ন উত্থাপন করতে পারে। অন্যদিকে অসতর্কতা প্রয়োজনীয় বিশ্বাসকে দুর্বল করতে পারে এবং জাতির শক্তির মূলে থাকা ঐক্যকে ভেঙে দিতে পারে। মনে রাখা দরকার, দেড় দশক ধরে গড়ে ওঠা একনায়কতন্ত্রের দৃশ্যমান ও অদৃশ্য অশুভ চেতনা এত সহজে এর বিষাক্ত নিঃশ্বাস থেকে আমাদের মুক্তি দেবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, তারা প্রায়ই অন্তর্বর্তীকালীন সরকারের অসহায়ত্ব ও বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন; এতে 'স্বৈরাচারী হাসিনা'র রেখে যাওয়া পক্ষপাতদুষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে।
তারেক বলেন, বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক আস্থা ও সম্পর্ক, রাষ্ট্রীয় স্থিতিশীলতা, ব্যবসা সহজীকরণ, জননিরাপত্তা, উন্নয়নের ধারাবাহিকতা এবং তৃণমূল পর্যায়ে নাগরিকদের দৈনন্দিন সেবা নিশ্চিত করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই।