দেশে ফিরেছেন সাংবাদিক মাহমুদুর রহমান
প্রায় ছয় বছর পর দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ শুক্রবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় সেখানে পাঠক-ভক্তরা তাকে গণসংবর্ধনা দেন।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে উৎখাত করা বিপ্লবী ছাত্র ও শহীদদের কথা স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, 'বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ। সাঈদসহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা তাদেরকে কখনও ভুলব না।'
তিনি বলেন, 'এই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে। যার ফলে ৬ বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছি। আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল।'
তার নামে আরও অনেক মিথ্যা মামলা আছে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, 'আমার মা গুরুতর অসুস্থ। তাই তাকে দেখতেই দ্রুত চলে আসা। দুটো দিন মায়ের সাথে থাকতে চাই। রোববার আমি আদালতে যাব। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এমনও হতে পারে আমাকে জেলে যেতে হতে পারে। আপনারা বিচলিত হবেন না। আমি আইনিভাবে সবকিছুর মোকাবেলা করব।'
শেখ হাসিনার সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টি মামলা করা হয়। ২০১০ সালের জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ করাসহ মাহমুদুর রহমানকে আটক করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়।