অর্থ পাচার: আ.লীগ সরকারের ৯ এমপি-মন্ত্রীর ঋণ ও ব্যাংক আমানতের তথ্য চেয়েছে বিএফআইইউ
ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে সেই অর্থ বিদেশে পাচার করেছেন কি না, সে তথ্য যাচাই করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৯ সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীর ঋণ ও আমানতের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সাম্প্রতি বিএফআইইউ থেকে ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে এসব ব্যক্তির নিজ ও যৌথ প্রতিষ্ঠানের নামে আমানত ও ঋণের হিসাব, একইসঙ্গে অ্যকাউন্ট খোলার তারিখ থেকে অদ্যাবধি লেনদেনের হিসাব চাওয়া হয়েছে।
যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে, তারা হলেন: সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক এমপি বেনজীর আহমদ, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ, পিরোজপুর-২ আসনের সাবেক এমপি আনোয়ার হোসেন মঞ্জু ও নাটোর-১ আসনের সাবেক এমপি শহিদুল ইসলাম বকুল।
বিএফআইইউ এর চিঠিতে বলা হয়, উল্লেখিত ব্যক্তিদের ঋণের হিসাবের পাশাপাশি কোলাটেরাল ও ঋণ পরিশোধের তথ্য, সঞ্চয়পত্র ও ক্রেডিট কার্ড-সংক্রান্ত সব তথ্য ব্যাংকগুলোকে দ্রুত সময়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে।