নেপাল-বাংলাদেশের জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা জোরদারে ওলি ও ইউনূসের বৈঠক
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে ব্যবসা, জ্বালানি এবং পরিবহণ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ বিষয়ে কথা বলেন। এসময় বাংলাদেশের ক্রমবর্ধমান নেপালের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়েও কথা হয় তাদের।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, "প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। আমরা নেপাল-বাংলাদেশ সম্পর্কের ওপর আলোচনা করেছি। বিশেষ করে আমরা জ্বালানি ও ট্রানজিট সহযোগিতা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা এবং আঞ্চলিক/বহুপক্ষীয় ফোরামে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী মাসে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানির বিষয়ে একটি চুক্তি হতে পারে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং দুই দেশের জনগণের যোগাযোগও শক্তিশালী।
অধ্যাপক ইউনুস ইউএসএআইডি'র (মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) প্রশাসক সামান্থা পাওয়ার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার টার্, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের বৈশ্বিক সিইও মার্ক সুজমানের সাথে সাক্ষাৎ করেছেন।
অধ্যাপক ইউনুস জাতিসংঘের এক উচ্চপর্যায়ের ইভেন্টে সামাজিক ব্যবসা, যুব সমাজ এবং প্রযুক্তি নিয়ে বক্তব্য দিয়েছেন এবং মানবাধিকার বিষয়ক সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর (সিএসও) একটি দলের সাথে সাক্ষাৎ করেছেন।
তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায়ও অংশগ্রহণ করেছেন, যা এনওয়াইটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে।