অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ পুলিশ সুপার
আজ (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।
আজ (বৃহস্পতিবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
চলতি সপ্তাহের শুরুতে মন্ত্রণালয়ে বিভাগীয় পদোন্নতি কমিটির সভা অনুষ্ঠিত হয় ও এই পদোন্নতির অনুমোদন দেওয়া হয়। সূত্রমতে, শেখ হাসিনার শাসনামলে পদোন্নতিপ্রাপ্তদের অধিকাংশই পদোন্নতির সব শর্ত পূরণ করেও পদোন্নতি পাননি। অতিরিক্ত ডিআইজি পদে উন্নীত হওয়া এরকম একজন কর্মকর্তা টিবিএসকে বলেছেন, "আমার পদোন্নতির ফাইলটি ঠিক ছিল। দুবার এটি ডিপিসি কমিটি প্রত্যাখ্যান করেছিল। কিন্তু কেন আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল তা স্পষ্ট উল্লেখ ছিল না৷ অবশেষে আমরা বহু বছরের বিপদ এবং সামাজিক বিব্রতকর অবস্থার পর বিচার পেয়েছি৷"