লেফটেন্যান্ট তানজিম হত্যা: ২৫ জনের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের পৃথক মামলা
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ ২৫ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে বলে জানিয়েছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া।
মামলা দুটিতে ১৭ জনের নাম উল্লেখ করে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেছেন।"
মঞ্জুর কাদের আরও বলেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার হত্যার ঘটনায় বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা সদস্য বাদী হয়ে পৃথক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর আসামিসহ অজ্ঞাতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে বুধবার সেনাবাহিনীর হাতে আটক হওয়া ছয়জনকে পুলিশ আদালতে প্রেরণ করেছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ৮২তম লং কোর্সের একজন সেনা কর্মকর্তা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেনাবাহিনী ডাকাত প্রতিরোধ অভিযান চালানোর সময় তিনি ছুরিকাঘাতে নিহত হন।
তার মৃত্যুর বিষয়ে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেইজে বলা হয়, "ডাকাত দলের কয়েকজন সদস্য অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) তাদের তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
পরবর্তীতে লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ছয়জনকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।