সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
নরসিংদীর মাধবদী থানার একটি হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের রিমান্ড নামঞ্জুর করে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে হামলা ও সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন নামে এক শ্রমিক নেতা নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুপুর ১২টায় নরসিংদীর আদালতে তাকে হাজির করে ওই হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে বিচারক রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার হালিম সাংবাদিকদের জানান, "হত্যাকাণ্ডের সময় নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ঘটনাস্থলে ছিলেন না। এছাড়া, তার বয়স বিবেচনায় তাকে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।"