কমিশনে গুম সংক্রান্ত অভিযোগ জানানোর সময়সীমা বাড়ল
গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৪ থেকে বাড়িয়ে ১০ অক্টোবর ২০২৪ পর্যন্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জোরপূর্বক গুমের ঘটনার ভুক্তভোগী নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি অভিযোগ জানাতে পারবেন। আগামী ১০ অক্টোবর ২০১৪ তারিখ পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হটলাইন নম্বর ০১৭০১৬৬২১২০ এবং ০২-৫৮৮১২১২১ নম্বরে ফোন করে অথবা [email protected] ই-মেইল করে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তাছাড়া বর্ধিত সময়ের মধ্যে কমিশনের কার্যালয় ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা ঠিকানায় ডাকযোগে অভিযোগ জানানো যাবে।
অভিযোগ দায়েরের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী হটলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিটি অভিযোগে অন্যান্য তথ্যের পাশাপাশি অভিযুক্ত গুমের নির্দিষ্ট বিবরণ, ঘটনার স্থান, তারিখ ও সময়, অভিযোগকারী ও তার বাবা-মার নাম, ভুক্তভোগী ও তার বাবা-মার নাম, অভিযোগকারীর সঙ্গে ভুক্তভোগীর সম্পর্ক, অভিযোগকারী ও ভুক্তভোগীর ডাকযোগ ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল এবং অভিযুক্তের ঠিকানা বা অন্যান্য বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে।