শিক্ষার্থীদের জন্য ঢাকা ও সব মেট্রোপলিটন এলাকায় বাসে সপ্তাহে ৭ দিনই হাফ ভাড়া
রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকার শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া সপ্তাহে ৭ দিনই কার্যকরের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, "ছাত্রদের হাত ধরেই ৫২-এর ভাষা আন্দোলন, ৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে।"
তিনি আরও বলেন, "২৪ সেপ্টেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে।"
সাইফুল বলেন, "হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।"
এই সিদ্ধান্ত শুধুমাত্র মেট্রো এলাকায় কার্যকর থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক।