বেতন বৈষম্য নিরসনের দাবিতে অডিটরদের সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেল পুলিশ
একই গ্রেডের কর্মকর্তাদের মধ্যে বেতন বৈষম্য নিরসনের দাবিতে রোববার (২২ সেপ্টেম্বর) মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন দুই শতাধিক অডিটর।
বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়; সুর্ভোগে পড়েন রাস্তায় চলাচলকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনরত কর্মকর্তাদের ওপর জলকামান নিক্ষেপ করে রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেয়।
এরপরে আন্দোলনরত কর্মকর্তারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানান, রাতের মধ্যে দাবি মেনে জিও (গভার্মেন্ট অর্ডার) জারি না করা হলে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে
তারা অডিট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
আন্দোলনকারী কর্মকর্তাদের দাবি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অধীনে ১১তম গ্রেডে কর্মরত আড়াই হাজারের বেশি কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগেরই পদোন্নতি না হওয়া নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। মূলত এ কারণেই এই আন্দোলন।
দুপুরে দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, দুই শতাধিক কর্মকর্তা মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান ফটকে র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। অর্ধশতাধিক পুলিশ সদস্য রাস্তায় এক পাশে অবস্থান করছিলেন।
পুলিশের রমনা জোনের উপ-কমিশনার সরওয়ার জাহান আন্দোলনকারীদের বারবার রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানান।
পরে ঘটনাস্থলে আসেন ডিএমপির ক্রইম অ্যান্ড অপস্ এর জয়েন্ট কমিশনার শামিনুর রহমান। তার কথাও শোনেন নি আন্দোলনকারীরা। বিকাল ৩টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ইস্রাফিল হাওলাদার ঘটনাস্থলে আসনে। পরে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জলকামান নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার ইস্রাফিল হাওলাদার মন্তব্য করতে রাজি হয়নি।
আন্দোলন চলাকালে দুপুর পৌনে দুইটার দিকে রমনা জোনে ডিসি সরওয়ার মাইকে ঘোষণা দিয়ে ৫ মিনিটের মধ্যে আন্দোলনকারীদের সরে যেতে বলেন। অন্যথায়, বল প্রয়োগের হুঁশিয়ারি দেন।
নির্ধারিত সময়ে শেষ হওয়ার পরে তিনি পুলিশ সদস্যদের বলপ্রয়োগের নির্দেশ দেন। তবে একাধিকবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও উপস্থিত পুলিশ সদস্যরা বলপ্রয়োগ করেননি। এ সময় উপ-কমিশনার সরওয়ার জাহান পুলিশ সদস্যদের ভর্ৎসনা করেন। পরে তাকে ফোনে অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বলতে শোনা যায়, "স্যার, আমার কথা ওরা শুনছে না।"
এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসেন ডিএমপির জয়েন্ট কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) শামিনুর রহমান। তবে তার উপস্থিতিতেও পুলিশ সদস্যরা বল প্রয়োগ করেননি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা একাধিক পুলিশ সদস্য এই প্রতিবেদক জানান, তারা কারও ওপর বলপ্রয়োগ করতে চান না। কারণ সিনিয়রদের নির্দেশ পালন করতে গিয়ে গত ৫ আগস্টের পর তাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রমনা জোনের ডিসি সরওয়ার জাহানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
সাবির্ক বিষয়ে মন্তব্য জানতে ডিএমপি কমিশনার উপ-মহাপরিদর্শক মাইনুল হাসানকেও ফোন করে পাওয়া যায়নি।