নারায়ণগঞ্জে বন্ধন বাসের কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২
নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সিটি বন্ধন পরিবহনের কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ বাস টার্মিনালে সিটি বন্ধন পরিবহনের কাউন্টার দখলে নিতে আসেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপনের অনুসারীরা। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, ফারুকসহ বেশ কয়েকজনের নেতৃত্বে অর্ধশত লোক পরিবহটির কাউন্টার দখল করে অবস্থান নেন।
খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কারাবন্দী জাকির খানের অনুসারীরা লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে কাউন্টার দখলমুক্ত করার চেষ্টা করেন। পরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া চলে দফায় দফায়।
এ ঘটনায় যৌথ বাহিনী সাতজনকে আটক করেছে। সংঘর্ষের পর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
পরিবহন ব্যবসায়ীরা জানান, তপন র্যাবের হাতে ক্রসফায়ার হওয়া যুবদল নেতা মমিন উল্লাহ ডেভিডের ভাই। বিগত বিএনপি সরকারের আমলে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল নিয়ন্ত্রণ করত ডেভিড পরিবার। সে সময় বন্ধন পরিবহন নামক বাসটি ছিল তপনের নামে। পরবর্তীকালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বন্ধন পরিবহন দখলে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। নাম পাল্টে হয় সিটি বন্ধন পরিবহন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি বন্ধনের অলিখিত নিয়ন্ত্রণ চলে আসে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কারাবন্দী জাকির খানের অনুসারীদের হাতে।
বেশ কিছুদিন ধরেই বন্ধন বাসটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন তপন। রোববার লোকজন নিয়ে এসে কাউন্টার দখলে নিতেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সিটি বন্ধন পরিবহনের দুজন মালিক জানান, পরিস্থিতি বিবেচনায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, 'বাসমালিক সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা সেনাবাহিনীর সহায়তায় সাতজনকে আটক করেছি। এখন পর্যন্ত এই ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে, দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।'