ভিসি নিয়োগের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ শিক্ষার্থীদের
উপাচার্য নিয়োগের দাবিতে আজ রোববারেও টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা সমবেত হন। শিক্ষার্থীরা বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসন ভবন, আবাসিক হল, বিভিন্ন ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ করে মেইন গেট পর্যন্ত যায়।
এসময় তারা 'সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে', 'ইবিয়ানদের লক্ষ্য, ভিসি হবে দক্ষ', 'রাবি, ঢাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়', 'ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়', 'সংস্কারমনা ভিসি চাই', 'দুর্নীতিমুক্ত ভিসি চাই', 'সৎ ও সাহসী ভিসি চাই', 'সেশনজটর কবর চাই'-সহ বিভিন্ন শ্লোগান দেয়।
পরে শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। এতে দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এর আগে, শুক্রবার বিকেলে ও শনিবার সকালেও শিক্ষার্থীরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করে।
শিক্ষার্থীরা জানান, সরকার পরিবর্তনের পর পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ শূন্য রয়েছে, যা প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি করছে। ফলে উপাচার্য নিয়োগে বিলম্ব না করার দাবি জানিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।
তারা আরও বলেন, এক যুগ আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো ভিসি পেয়ে গেছে। সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয়– স্বাধীন বাংলাদেশে স্থাপিত প্রথম বিশ্ববিদ্যালয়, তাতে এখনো কেন ভিসি নিয়োগ হচ্ছে না। যদি অতি দ্রুত ভিসি নিয়োগ না দেওয়া হয়– তাহলে আমরা আরো কঠোর হতে বাধ্য হব। আমরা ক্লাসে ফিরতে চাই, মাঠে নয়।
তাদের দাবি, অনতিবিলম্বে ইবিতে ভিসি নিয়োগের ব্যবস্থা করতে হবে। সৎ, দক্ষ, শিক্ষার্থীবান্ধব ও একাডেমিশিয়ান ভিসি চান তারা। কোন দুর্নীতিবাজ যেন ইবির ভিসি না হয়।