পর্বতারোহী শায়লা বিথী ধানমন্ডিতে ‘হামলার শিকার’
বাংলাদেশি পর্বতারোহী ও সাংবাদিক শায়লা পারভিন বিথী আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে ধানমন্ডিতে অজ্ঞাত ব্যক্তিদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শায়লার স্বামী ও সাংবাদিক তৈমুর ফারুক তুষার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, 'আমার স্ত্রী দুপুর ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর ফুটওভার ব্রিজ পার হচ্ছিলেন। হঠাৎ কিছু লোক পেছন থেকে এসে তাকে আক্রমণ করে। তারা তার চুলের মুঠি ধরে তাকে মারধর করেছে।'
তিনি বলেন, 'আমরা এখনও বুঝতে পারছি না কেন তাকে আক্রমণ করা হয়েছে বা কারা এই ঘটনা ঘটিয়েছে।'
তুষার আরও বলেন, 'আশপাশের মার্কেট ও রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে পুলিশ অপরাধীদের শনাক্ত করতে পারে। আমরা আশাবাদী যে পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে।'
এই প্রতিবেদন লেখার সময় ভুক্তভোগী শায়লা বিথী সাধারণ ডায়েরি (জিডি) করতে শেরেবাংলা নগর থানায় গেছেন।
যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিয়াউল হক জানান, 'তারা ঘটনার তদন্ত করছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
প্রসঙ্গত, প্রথম বাংলাদেশি নারী হিসেবে পর্বতারোহী শায়লা বীথি ২০২২ সালে হিমালয়ের ৬,৩৩২ মিটার উচ্চতার ডোলমা খাং শৃঙ্গ জয় করেন।