দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলো সরকার
আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজা উপলক্ষ্যে ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
যদিও এর আগে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার আর প্রতিবেশী দেশটিতে ইলিশ রপ্তানি করা হবে না।
তবে শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে ইলিশ রপ্তানির তথ্য নিশ্চিত করা হয়েছে।
'আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো,' বলা হয় বিজ্ঞপ্তিতে।
সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২৪ সেপ্টেম্বর দুপুরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এ তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে যারা ইতোমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ থেকে ইলিশ পাঠাতে ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছিল ভারতের ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ থেকে ইলিশ না যাওয়ায় দেশটিতে ইলিশের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে।
২০ সেপ্টেম্বর টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ রপ্তানি নিষিদ্ধ করায় কলকাতায় ইলিশের কেজি বিক্রি হচ্ছে দুই হাজার আর দিল্লিতে তিন হাজার রুপিতে।
দিল্লির সিআর পার্ক মার্কেটের এক মাছের আড়তের নাম প্রকাশে অনিচ্ছুক মালিক গণমাধ্যমটিকে জানান, তিনি এবং তার মতো আরও অনেকে অবৈধভাবে ইলিশ মাছ কিনে তিন হাজার রুপি কেজি দরে বিক্রি করছেন।
অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর গত ১০ আগস্ট মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন, 'দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে।'
দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও তা রপ্তানি হচ্ছে; ফলে রপ্তানি বন্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে।'
এছাড়া ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের (এফএলজেএফ) সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আখতার বলেন, 'দুর্গাপূজা উপলক্ষ্যে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না।'
দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। গত বছরও এক হাজার ৩০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছিল।