রাঙামাটিতে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে অস্থিরতার পর এবার পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটিতে উত্তেজনা বেড়েছে। জেলায় তীব্র সংঘর্ষে একজন নিহত এবং পঞ্চাশের বেশি আহত হয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া আক্তার ইউএনবিকে জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শৃঙ্খলা বজায় রাখতে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
স্থানীয়সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ির দীঘিনালায় হামলার প্রতিবাদে রাঙামাটিতে স্থানীয় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।
মিছিলটি বনরুপা বাজারে পৌঁছলে শহরজুড়ে গুজব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অস্থিরতার সময় বনরুপা মার্কেটের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয় এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়।
গতকাল দীঘিনালায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী এবং বাঙালি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ সময় লারমা স্কয়ার এলাকায় আগুনে অন্তত ষাটটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।