ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআর কমিশনার বরখাস্ত
ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার পদমর্যাদার কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আকন্দকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি চট্টগ্রামের ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ইন্টারনাল রিসোর্স ডিভিশনের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
ওই আদেশে বলা হয়েছে, 'গত ২ সেপ্টেম্বর তার অফিসে ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।'
এ বিষয়ে জানতে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এনবিআরের ট্যাক্স ডিপার্টমেন্টের কর্মকর্তারাও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।